ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে এস্কাফ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল জাতীয় নতুন মাদক এস্কাফ দেশে ঢুকছে। সেখান থেকে এই মাদক রাজধানী ঢাকাসহ সারাদেশ সরবরাহ হচ্ছে। এমন একটি চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীতে আনার সময় মাদক চক্রের চার সদস্যকে আটক করে ডিবি তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
রাজধানীর খিলগাঁও এলাকার নাগদারপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮৪ বোতল এস্কাফ ও ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়।
শনিবার (২৬ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি গুলশান বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৪ বোতল নতুন মাদক এস্কাফ (ESkuf) জব্দ করা হয়।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের আড়াল করতে ব্যবসার ধরনে পরিবর্তন আনছেন। তারই অংশ হিসেবে সবজি বিক্রেতা সেজে পিকআপ ভ্যানে করে মাদক পরিবহন করছিল চক্রটি। ফেনসিডিল জাতীয় সিরাপ এস্কাফ দেশে প্রথম বারের মতো জব্দ করা হলো। গ্রেফতার ৪ জনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও এস্কাফ সিরাপ সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান ডিবি গুলশান বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
এমএসি/এইচকে