চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের চান্দগাঁও থানার ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিদেশে পালিয়ে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড়ো সাজ্জাদের অনুসারী বুইস্যা। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত। বিভিন্ন কিশোর গ্যাং দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধে লিপ্ত ছিলেন তিনি। বাধা দিলে বুইস্যা নিজ গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে অপহরণ ও নির্যাতন চালাতো। তার নিজস্ব ‘টর্চার সেল’ ও গোপন নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগেভাগেই টের পেত।
র্যাব সূত্রে জানা যায়, গত ২১ জুলাই চান্দগাঁও থানার কাঁচাবাজার এলাকায় বুইস্যা ও ‘টেম্পো’ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের কারণে গোলাগুলি হয়। ওই ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ারে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছিল। এর আগে গত ৪ অক্টোবর বুইস্যার সহযোগী মুন্না চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোড়ে এবং অস্ত্রের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা ব্যাপক আলোচিত হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, বুইস্যা ও টেম্পো গ্রুপের সদস্যরা চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। সম্প্রতি পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকা থেকে টেম্পো গ্রুপের প্রধান ইসমাইল হোসেন টেম্পুও গ্রেপ্তার হয়েছে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় বুইস্যার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত ৪২টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/জেডএস