রাউজানে দরজায় তালা লাগিয়ে দুই ঘরে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের রাউজান উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দুই পরিবারের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন দিয়েছেন। পরিবারের সদস্যরা টিন ও বাঁশের বেড়া কেটে বের হয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুড়ে যাওয়া দুটি ঘরের একজন বাসিন্দা বিমল তালুকদার জানান, গভীর রাতে পরিবারের চার সদস্য ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন জ্বলে ওঠে। বাইরে দরজা বন্ধ পেয়ে তারা বেড়া কেটে বের হন। অন্য ঘরের বাসিন্দা রুবেল দাসও একই পরিস্থিতির মুখোমুখি হন।
স্থানীয়রা জানান, অমল তালুকদারের ঘরের পাশে কেরোসিনের ভেজা একটি প্যান্ট পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, তার ঘরেও আগুন লাগানোর চেষ্টা হয়েছিল।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়াত হোসেন জানিয়েছেন, আগুন দেওয়া দুটি ঘরে তিনটি পরিবারের বসবাস ছিল। দুর্বৃত্তরা দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন দিয়েছিল। আশপাশের মানুষ পানি ছিটিয়ে আগুন নেভান। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামের সাধন বড়ুয়ার বসতঘর ও গোয়ালেও একইভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়ও থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুটি ঘটনায় পৃথকভাবে মামলা হয়েছে। অগ্নিসংযোগকারীদের শনাক্ত করে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/এসএসএইচ