বাংলাদেশিদের পোশাক-ওষুধ শিল্পে সহযোগিতা দিতে চায় কিরগিজস্তান

বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্পের প্রশংসা করে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাইদার ঝাপরোভ তার দেশে বাংলাদেশি উদ্যোক্তাদের এ দুই শিল্প স্থাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৪ জুন) কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাইদার ঝাপরোভের কাছে বাংলাদেশের অভিবাসী রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম তার পরিচয়পত্র পেশ করেন। এরপর এক বৈঠকে এমন আশ্বাস দেন কিরগিজ রাষ্ট্রপতি।
রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, আরএমজি, ফার্মাসিউটিক্যালস, পাট, চামড়া এবং অন্যান্য শিল্প খাতে প্রশংসনীয় সাফল্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারই পরিপ্রেক্ষিতে কিরগিজ রাষ্ট্রপতি তার দেশে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি পোশাক ও ওষুধ শিল্প স্থাপনসহ ইউরোপীয় জিএসপি রফতানির সুযোগগুলো গ্রহণ করার অনুরোধ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশি দূতকে জানান, বাংলাদেশি উদ্যোক্তাদের খুব কম শুল্কে সিআইএসের সব দেশে সহজেই রফতানি প্রবেশাধিকার হবে।
এ সময় রাষ্ট্রদূত জাহাঙ্গীর দুই দেশের মধ্যে পররাষ্ট্র বিষয়ক পরামর্শক (এফওসি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য কিরগিজ রাষ্ট্রপতি অনুরোধ করেন।
পরিচয়পত্র দেওয়ার সময় রাষ্ট্রদূত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কিরগিজ রাষ্ট্রপতিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সাইদারও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠকে কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. রুসলান কাজাকবায়েভ এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. আইবেক আর্তিকবায়েভ উপস্থিত ছিলেন।
এনআই/জেডএস