মানসম্মত স্যানিটেশন সুবিধা নেই দেশের ৭১.৪% বিদ্যালয়ে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের
সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। কেউ চেয়েছেন পুলিশের একটি দল তাঁকে নিরাপত্তা দিক। কেউ চেয়েছেন অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান। কেউ চেয়েছেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাজনীতিবিদদের পক্ষ থেকে এসব আবেদন আসছে। কেউ কেউ নিরাপত্তা ও অস্ত্রের লাইসেন্স একই সঙ্গে চেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিরাপত্তা, গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্স চেয়ে এখন পর্যন্ত ১৫ জন রাজনীতিবিদের আবেদন তাঁদের কাছে এসেছে।
কালের কণ্ঠ
ব্যাংকে ‘খুনি’র ১২৭ কোটি লেনদেন!
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রবিবার এ বিষয়ে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
বণিক বার্তা
মানসম্মত স্যানিটেশন সুবিধা নেই দেশের ৭১.৪% বিদ্যালয়ে
স্বাস্থ্যকর পরিবেশ ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা থাকা জরুরি। কিন্তু দেশের প্রায় ৭১ দশমিক ৪ শতাংশ বিদ্যালয়ে নেই মানসম্মত স্যানিটেশনের সুবিধা। ৫০ জন শিক্ষার্থীর জন্য একটি উন্নত টয়লেট (আন্তর্জাতিক মানদণ্ডে ন্যূনতম সুবিধা) আছে ২৮ দশমিক ৬ শতাংশ স্কুলে। এছাড়া ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীদের জন্য আলাদা স্যানিটেশন সুবিধা থাকা বাঞ্ছনীয় হলেও ৮০ শতাংশ স্কুলে কিশোরীদের জন্য পৃথক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট নেই। মৌলিক মাসিককালীন সেবা পায় মাত্র ৬ দশমিক ৯ শতাংশ স্কুলের মেয়েরা।
প্রথম আলো
বনের জমি আর ইজারা দিতে পারবেন না ডিসিরা, গাছ কাটতেও লাগবে অনুমতি
বনের জমি জেলা প্রশাসকের নামে রেকর্ড থাকলেও তা আর ইজারা দিতে পারবেন না তাঁরা। এসব জমির ব্যবস্থাপনায় থাকবে বন বিভাগ। ইজারা দিতে চাইলে তাদের অনুমতি নিতে হবে। গাছ কাটার ক্ষেত্রেও অনুমোদন লাগবে বন বিভাগের।
কালের কণ্ঠ
‘ওই দিন দিপুকে বাঁচাতে কেউই এগিয়ে আসেনি’
ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর তাঁর লাশ আগুনে পোড়ানোর ঘটনা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ চলছে। নিহত দিপুর বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হত্যা করা হয়েছে। তবে তাঁর কোনো প্রমাণ পাননি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। দিপুর পবিবার বলছে, দিপুর প্রতি হিংসা থেকেই সহকর্মীরা ও অন্যরা তাঁকে হত্যার মুখে ঠেলে দেয়।
প্রথম আলো
শব্দদূষণ ঘটালে এখন পুলিশও জরিমানা করবে
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে জরিমানা করার ক্ষমতা পেয়েছে পুলিশ। শব্দের মানমাত্রা অতিক্রম করলে সার্জেন্ট বা তার ওপরের পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করতে পারবেন। জরিমানা পরিশোধ করতে না পারলে তৎক্ষণাৎ মোটরযানটি আটক করতে পারবে পুলিশ।
কালের কণ্ঠ
ব্যাংকে ঢুকছে অলস টাকা
উচ্চ সুদে বিনিয়োগে অনাগ্রহী উদ্যোক্তারা। ক্ষুদ্র বিনিয়োগকারীরাও পুঁজিবাজারে লোকসানের ভয়ে বিনিয়োগ করছেন না। উল্টো মূল্যস্ফীতি ঠেকাতে আমানতে উচ্চসুদ দিচ্ছে ব্যাংকগুলো। সব মিলিয়ে মানুষ বিনিয়োগ না করে নগদ টাকা হাতে ধরে রাখার চেয়ে ব্যাংকে রাখাই নিরাপদ ও লাভজনক মনে করছেন।
বণিক বার্তা
বাংলাদেশের সংযুক্তি অনিশ্চয়তার মুখে
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, ভারত-পাকিস্তান বৈরিতা এবং সম্প্রতি বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানাপড়েন—এ বহুমাত্রিক ভূরাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে বাংলাদেশের সংযুক্তি এখন বড় অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও গত দেড় দশকে এ বহুপক্ষীয় নেটওয়ার্কে যুক্ত হতে রেল অবকাঠামো উন্নয়নে প্রায় ১ লাখ কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশ। কিন্তু এ অঞ্চলের ভূরাজনৈতিক টানাপড়েন ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রেল অবকাঠামোয় করা বিপুল বিনিয়োগ থেকে প্রত্যাশিত আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যিক সুফল আদৌ পাওয়া যাবে কিনা—তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে ভারতকে কেন্দ্র করে গড়ে ওঠা ট্রানজিট ও করিডোর-নির্ভরতার বাস্তবতায় দুই দেশের সম্পর্কে টানাপড়েন বাড়লে শুধু বাংলাদেশের সংযুক্তিই নয়, বরং ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের পুরো কাঠামোই কার্যকর বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রথম আলো
অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা
প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করা হয়। এটি করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে।
বণিক বার্তা
৪-৭ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস, প্রভাব পড়তে পারে বোরোর বীজতলায়
দেশের উৎপাদিত ধানের অর্ধেকের বেশি আসে বোরো থেকে। হাওরাঞ্চলে শুরু হয়েছে বোরো ধানের চারা রোপণ। এছাড়া দেশের বেশির ভাগ এলাকায় চলছে বীজতলা তৈরির কার্যক্রম। কোথাও কোথাও বীজতলায় বীজ বপন করা হয়েছে। এরই মধ্যে জেঁকে বসতে শুরু করেছে পৌষের শীত। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশে চলতি মৌসুমে চার থেকে সাতটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পড়তে পারে ঘন থেকে মাঝারি কুয়াশাও।
যুগান্তর
সামলাতে হবে অনেক পরিস্থিতি
প্রায় দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের অপেক্ষা, জল্পনাকল্পনা ও নানা সীমাবদ্ধতা কাটিয়ে তার এ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি হয়েছে। তবে তার সামনে নানা চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে এবং ভোটে জয়ী হলে সরকার গঠনের পরও বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
কালবেলা
পিডি মাসউদুরের নোটে তিন হাজার কোটি টাকা ‘হরিলুট’
বৈদেশিক ঋণে বাস্তবায়িত মেগা প্রকল্প যমুনা রেলসেতু নির্মাণে সরকারি অর্থ ব্যয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। রেলওয়ের অডিট শাখা, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্প অডিট অধিদপ্তর (ফ্যাপাড) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক প্রতিবেদন এবং নথিতে প্রকল্পের ব্যয় ও ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এসব ব্যয়ের বড় অংশেই প্রকল্প পরিচালক ও রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রকৌশলীদের আপত্তি উপেক্ষা করে প্রকল্প পরিচালকের ‘ম্যাজিক নোটে’ উচ্চ দর নির্ধারণ এবং ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাটের নানা অভিযোগ এখন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সমকাল
বজ্রপাতে ১৫ বছরে ২০০০ প্রাণহানি
দেশে বজ্রপাতের ঘটনায় গত ১৫ বছরে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঝুঁকি দ্রুত বাড়লেও আগাম সতর্কতা, প্রস্তুতি ও কমিউনিটি পর্যায়ের ব্যবস্থা এখনও অত্যন্ত সীমিত।
বিবিসি বাংলা
গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে প্রতিদ্বন্দ্বী এবার বিএনপি-জামায়াত!
আগামী জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে না পারায় গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে।
সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সবসময় নির্বাচন করতেন আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
