বিপিডিবির সঙ্গে সিমেন্স এনার্জির চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং সিমেন্স এনার্জির মধ্যে বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ‘ব্যবহারযোগ্য উপকরণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতসহ সংশ্লিষ্ট উপকরণ সরবরাহ’ বিষয়ক ছয় বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম।
বোর্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক (ক্রয়) মো. নান্নু মিয়া এবং সিমেন্স এনার্জির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিমেন্স এনার্জি গ্লোবাল জিএমবিএইচ অ্যান্ড কোম্পানির প্রকল্প পরিচালক মার্টিন বুডিচ।
ওএফএ/এমজে