ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে ভুয়া বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর, উৎসবিহীন তথ্য-উপাত্ত বিনিময় ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বার্তার মাধ্যমে গুজব ছড়ানোসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ ধরনের ভুল তথ্য দেশ ও সমাজের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমতাবস্থায় কম্পিউটেশনাল অ্যানালাইসিসের মাধ্যমে ভুয়া খবর বা বার্তার উৎস চিহ্নিত করার সুযোগ রয়েছে।
শনিবার (২৬ জুন) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত এক কর্মশালায় বক্তারা একথা বলেন। চুয়েট ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাব এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন শীর্ষক প্রকল্পের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত টেক্সটের কম্পিউটেশনাল অ্যানালাইসিস’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) কর্মশালাটি শেষ হয়েছে।
কর্মশালার মাধ্যমে এই ধরনের ল্যাংগুয়েজ প্রসেসিংয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যা ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

দুদিনব্যাপী কর্মশালায় পৃথক সাতটি সেশনে কী-নোট স্পীকার হিসেবে বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আগ্রার ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটির ড. রিতেশ কুমার, ভারতের ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি দিল্লীর ড. তন্ময় চক্রবর্তী, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ড. নিলাদ্রী শেখর দাশ, কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির ড. এনামুল হক, বাংলাদেশের আইসিটি বিভাগের মামুন অর রশিদ, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি অফ পাটনা’র ড. আসিফ ইকবাল এবং চুয়েটের ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
কর্মশালায় বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রফেশনালস ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এর আগে গত ২৫ জুন (শুক্রবার) ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকর্ণ কুমার ঘোষ, চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ জহুরুল ইসলাম, চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক।
কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
কেএম/এইচকে