ককটেল বিস্ফোরণে যুবক নিহত : আলামত সংগ্রহে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহতের ঘটনায় আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঘটনার পর খবর পেয়ে ককটেলের আলামত সংগ্রহ শুরু করে।
তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ঘটনাটি ঘটার পর আমাদের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। এই ঘটনাটি কারা ঘটিয়েছে ইতোমধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কার্যক্রম শুরু করেছে।
এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়ামের।
নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।
তিনি আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে মগবাজারের বাসিন্দা।
এসএএ/বিআরইউ