গুলিস্তানে বহুতল ভবনে আগুন : ছাদের গুদামে যা ছিল

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮তলা ভবনের ছাদে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনটির ছাদে নিত্য প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ মজুদ করা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সন্মেলনে এসব জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপা. ও মেইন.) মো. মামুনুর রশিদ।
তিনি বলেন, ভবনটির উপরে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ করে গুদাম তৈরি করা হয়েছিল। আমাদের ধর্মীয় যে উপকরণগুলো দরকার, সেগুলো এখানে মজুদ করা ছিল।
তিন বলেন, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ৫টা ২৮ মিনিটের দিকে সংবাদ পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তী সদরঘাট ফায়ার স্টেশন এর দুইটি ও সিদ্দিক বাজার স্টেশনের ৮টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আমাদের হাই ফাইটার দক্ষতার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
তিন আরও বলেন, মার্কেটের ভেতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল। যেহেতু ছাদে আগুন ছিল সেহেতু আমাদের নিয়ন্ত্রণেও কিছুটা বেগ পেতে হয়েছে।
এক প্রশ্নের জবাবে মো. মামুনুর রশিদ বলেন, উপরে আমরা যতটুকু দেখেছি জায়নামাজ, তসবি, টুপি—এসব মালামাল মজুদ ছিল।
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন, যেহেতু ছুটির দিন মার্কেট বন্ধ ছিল। সেহেতু আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে। কেউ হতহত হয়নি।
এমএসি/এএমকে