আজকের মতো স্থগিত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আজকের কর্মসূচি কতক্ষণ চলবে সে বিষয়ে আমরা আগে নির্দিষ্ট করে কিছু বলিনি। আমরা কারো সঙ্গে কোনো ধরনের আপোসে যাব না। সে যদি আমার ভাইও হয়, বোনও হয় তবুও আপোসের প্রশ্ন নেই।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এখানে দাঁড়িয়ে আছি। মৃত্যু আমাদের ভয় দেখাতে পারে না। ইনসাফের এই লড়াই চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার পর যিনি আসবেন, তিনিও শহীদ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন। ইনসাফের এই সংগ্রাম কোনোভাবেই থামানো যাবে না।
এ সময় তিনি রোববার দুপুর ২টা থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচি শেষে ছাত্র-জনতা শহীদ ওসমান হাদীর সমাধির সামনে গিয়ে দোয়া করেন। এরপর আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে, শনিবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের দ্বিতীয় দিনে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ। সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনতা শাহবাগ মোড়ে অবস্থিত শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছে।
বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’ এবং ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
এসএআর/এএমকে