গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে অবিচল ছিলেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ৩৪তম বিসিএস অল ক্যাডারস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সংগঠনের সভাপতি ও রূপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক ও ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা স্বাক্ষরিত এক যৌথ শোকবার্তায় এই তথ্য জানানো হয়।
এতে নেতারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, নারী শিক্ষায় বৈপ্লবিক অগ্রগতি, মুক্তিযোদ্ধাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক প্রতিকূলতা, জেল-জুলুম ও কারাবাসের মধ্যেও তিনি জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে অবিচল ছিলেন।
এই শোকাবহ মুহূর্তে সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। আগামীকাল বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। তবে দাফনের সময় সমাধিস্থলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এসএএ/বিআরইউ