খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিদেশি মন্ত্রী-কূটনীতিকরা

বিপুল জনসমাগম আর শোকাতুর পরিবেশে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজা শেষে বিদেশি মন্ত্রী ও কূটনীতিকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজ নিজ দেশের সরকারপ্রধানদের শোকবার্তা পৌঁছে দেন।
বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে। ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এতে ইমামতি করেন।
শেষ বিদায়ে বিদেশি মন্ত্রী ও প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে আসেন– ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তারা সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং নিজ নিজ দেশের সরকারপ্রধানদের পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন।
জানাজায় মুসলিম দেশগুলোর কূটনীতিকদের পাশাপাশি অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমনোভা, সিঙ্গাপুরের হাইকমিশনার মিশেল লি ও ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম হামাদ।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সোলায়মান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রিলে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভেশি জানাজায় উপস্থিত থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এসএইচআর/বিআরইউ