শিশুপার্ক আধুনিকীকরণ করবে ডিএসসিসি

রাজধানীর শাহবাগে অবস্থিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই লক্ষ্য পূরণে পার্কের বিভিন্ন রাইডের কারিগরি নির্দেশনা ও মূল্য পুনর্নির্ধারণের জন্য আগের কমিটিকে পুনর্গঠন করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির সচিব মোহাম্মদ নাছিম একটি অফিস আদেশ জারি করে ১৫ সদস্যের এই কমিটি গঠন করে দিয়েছেন। আধুনিকীকরণের এই প্রক্রিয়ায় রাইডগুলোর কারিগরি মান নিশ্চিত করা এবং দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হবে।
সচিব মোহাম্মদ নাছিম জানিয়েছেন, সোহরাওয়ার্দী শিশুপার্ককে যুগোপযোগী করার লক্ষ্যেই এই বিশেষ কমিটি কাজ করবে।
পুনর্গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক।
এ ছাড়া কমিটিতে বিশেষজ্ঞ প্রতিনিধি ও পদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন– ডিএসসিসির প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, আইএমইডি বিভাগের প্রতিনিধি, ভৌত অবকাঠামো বিভাগের প্রতিনিধি, বুয়েট প্রতিনিধি, ডুয়েট প্রতিনিধি, এমআইএসটি প্রতিনিধি, ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী এবং ডিএসসিসি নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক)।
এএসএস/বিআরইউ