ঢাকা ওয়াসার ইনোভেশন টিম গঠন

নগরকেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, কাগজবিহীন, উপাত্তনির্ভর, সমন্বিত সরকার ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ সদস্যের সমন্বয়ে একটি ইনোভেশন টিম গঠন করেছে ঢাকা ওয়াসা।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব নূরুজ্জামান মিয়াজী একটি অফিস আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে সংস্থাটির বর্ধিত পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুর রহমানকে।
এ ছাড়া, কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন- ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম মুরাদ, সিস্টেম অ্যানালিস্ট অর্পিতা সাহা এবং গবেষণা কর্মকর্তা ইমরুল হাসান।
এএসএস/এমজে