মোবাইল ফোন ব্যবসায়ীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

দফায় দফায় সংঘর্ষের পর মোবাইল ফোন ব্যবসায়ীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। তবে এখনও বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন রয়েছে। জলকামান ও রায়ট কারও প্রস্তুত রাখা হয়েছে।
মোবাইল ফোন ব্যবসায়ীরা কারওয়ান বাজার থেকে সরে গেলে দুপুর ২টার পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
একজন পুলিশ সদস্য বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। যানচলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যেন আন্দোলকারীরা অবস্থান নিতে না পারে, সেজন্য পুলিশের এই উপস্থিতি।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি।
এই ঘোষণা অনুযায়ী সকালে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সরিয়ে দিতে পুলিশ সামনে এগোলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছোড়া হয় ইটপাটকেল। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট, ব্যাহত হয় যানচলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পরে আন্দোলনকারীরা পিছু হটে বাংলামোটরের দিকের সড়কে অবস্থান নেন এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিরোধ সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রায়টকার ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করা হয়।
এনআই/এমআরআর/এনএফ