অবশেষে প্রিয়জনের সন্ধান পেলেন স্বজনেরা

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রমে কয়েকজন শহীদের পরিচয় শনাক্ত হয়েছে। মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থান থেকে এ পর্যন্ত ১১৪টি অজ্ঞাত মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন করা হয়েছে।
সোমবার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আদালতের নির্দেশে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট একটি মরদেহের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়াও চলমান রয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঢাকার বিভিন্ন স্থানে শাহাদাতবরণকারী বহু ব্যক্তির মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তী সময়ে শহীদ পরিবারের দাবি ও ন্যায়বিচারের স্বার্থে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের সহযোগিতায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালটেন্ট ড. লুইস ফনডেরিডার-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় গত বছরের ৭ ডিসেম্বর থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়।
এসএএ/এমজে