মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ক্যাম্প

মিরপুরের চাকার স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ হেলথ অ্যান্ড হাইজিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের আওতায় মোট ৩০ জন শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে খাতা, কলম, সুপার কিট ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। এসব সরঞ্জাম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে।
সোমবার (৫ জানুয়ারি) ওয়েলবিং ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’র সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে শিক্ষার্থীরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা সেবা পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাজিকুল হাসান, সহ-প্রতিষ্ঠাতা রাকিব হাসান অভি ও গোলাম মাবুদ, এবং আইএইচএফ-এর প্রতিনিধি সাইদ বিন আলম। তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস ও সুস্বাস্থ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
ওয়েলবিং ফাউন্ডেশন জানিয়েছে, তারা জাতিসংঘের এসডিজি-৩ : সুস্বাস্থ্য ও কল্যাণ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা, সচেতনতা ও মানবকল্যাণমূলক কার্যক্রম চালাচ্ছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এই ক্যাম্প শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাসংক্রান্ত সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
টিআই/এমএন