শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর ইনসাফ’কে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এসে শাহবাগ চত্বরে এসে জড়ো হতে থাকেন তারা।
এসময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
পদযাত্রায় ১০টিরও বেশি পিক-আপে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
আয়োজকরা জানান, কিছুক্ষণের মধ্যেই মার্চ ফর ইনসাফ কর্মসূচির যাত্রা শুরু করবে ইনকিলাব মঞ্চ। রোড মার্চটি শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে সিটি কলেজের সামনে পৌঁছাবে। সেখান থেকে মিছিলটি মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের দিকে অগ্রসর হবে বলে জানান আয়োজকরা। এরপর রোডমার্চটি মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় প্রবেশ করবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে উত্তরা বিবিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্ত বিরতি নেবেন নেতাকর্মীরা। এই অংশে মিছিলের গতি কিছুটা ধীর রাখা হবে, যাতে জনসমাগম ও ট্রাফিক সামাল দেওয়া যায়।
এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে মিছিলটি বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এলাকা অতিক্রম করে ৪টার দিকে বাড্ডা এলাকায় পৌঁছাবে। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বেরিয়ে রামপুরার টিভি সেন্টারের দিকে অগ্রসর হবেন।
সন্ধ্যা ৬টার দিকে রোডমার্চটি যাত্রাবাড়ী পার্ক এলাকায় গিয়ে শেষ পর্বে প্রবেশ করবে। সবশেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পুনরায় শাহবাগ চত্বরে ফিরে এসে কর্মসূচির সমাপনী জমায়েত করবেন তারা।
টিআই/এমএসআই/জেডএস