রাঙ্গুনিয়ায় বিলে পড়েছিল স্কুলছাত্রের গলাকাটা মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটের পূর্ব পাশে হাজারি বিল থেকে তার গলাকাটা দেহ উদ্ধার করা হয়।
তার নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। সে একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরইমধ্যে মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের বিলের ক্ষেতে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএমএন/জেডএস