ভেনেজুয়েলায় আগ্রাসন জাতিসংঘের নীতিমালা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

ভেনেজুয়েলার ওপর সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা, মার্কিন বাহিনী কর্তৃক রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে জোরপূর্বক ধরে নেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একইসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ভেনেজুয়েলা সরকারের অনুমোদন ছাড়াই পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ ও শান্তির আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মের গুরুতর লঙ্ঘন বলেও অভিহিত করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বার্তায় এসব কথা জানায় সংগঠনটি।
বার্তায় বলা হয়, অপারেশন অ্যাবসলিউট রেজলভ কোড নামের মার্কিন অভিযানে ভেনেজুয়েলা জুড়ে বড় আকারের বিমান হামলার মাধ্যমে তাদের নির্বাচিত রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে অপহরণ করে মিথ্যা অভিযোগে বিচারের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে, যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের একটি স্পষ্ট লঙ্ঘনের নজির তৈরি করেছে। জাতিসংঘের সনদ বলছে, যে কোনো রাষ্ট্র অন্যের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারবে না। সেই নীতি লঙ্ঘন করে এই সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার যে কোনো একতরফা প্রচেষ্টাকে রূপ প্রত্যাখ্যান করছে। বরং অভিযানের পর ট্রাম্প প্রশাসনের বক্তব্য ভেনিজুয়েলার তেল ও খনিজ সম্পদ লুণ্ঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার শাসন ক্ষমতায় পরিবর্তনের চেষ্টা করছেন বলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যে অভিযোগ তুলেছিলেন, তা সত্য প্রমাণ করছে। অন্য রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য সামরিক শক্তির ব্যবহার এবং একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করে নিয়ে যাওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী নিয়ম ভিত্তিক শৃঙ্খলা এবং জাতিসংঘ সনদে অন্তর্ভুক্ত কঠোর অর্জিত নীতিগুলিকে ক্ষুণ্ন করার যে বিপজ্জনক নজির স্থাপন করা হলো, তা বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বৃদ্ধি, ব্যাপক সংঘাতের ঝুঁকি তৈরি এবং জনগণ ও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বিকৃত করার প্রবণতা বাড়াবে।
স্কপ ভেনেজুয়েলার জনগণ এবং শ্রমিকদের সঙ্গে তাদের জাতীয় সার্বভৌমত্বের এবং গণতান্ত্রিক অধিকার ও মর্যাদা বোধের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনগুলোকে সার্বভৌমত্ব, শান্তি এবং সর্বত্র শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা ও শোষণ মুক্তির লড়াইকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।
ওএফএ/এমএন