রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (০৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চন্দন দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ভৈরবনগর এলাকায়। তিনি ওই এলাকার সুরেশ দাসের ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন চন্দন দাস। এ সময় দ্রুতগতির একটি হাইস মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পথচারী মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও মাইক্রোবাসের লোকজনের সহায়তায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ভেরিফিকেশন অফিসার আফজালুর রহমান সায়েম বলেন, বেলা ১১টার দিকে আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসে করে আমরা ঢাকায় আসছিলাম। ৩০০ ফিট এলাকা পার হওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে এক ব্যক্তি আমাদের মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খান। পরে আমরাই স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
তিনি আরও জানান, এ ঘটনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাস ও চালক ফোরকান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় চন্দন দাস নামের এক ব্যক্তি মারা গেছেন। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, মাইক্রোবাসটি ও চালক ফোরকানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএএ/বিআরইউ