বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে সৌদি সরকারকে অনুরোধ

সৌদি আরবের কৃষি খামার ও ২০৩০ সালের মধ্যে দেশটির ১০ বিলিয়ন বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রোববার (২৮ জুন) আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার আহ্বান করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত গভর্নর প্রিন্স ফয়সালকে বলেন, আল কাসিম প্রদেশ নানা রকম ফল, সবজি ও খেজুর উৎপাদনের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এখানের বিভিন্ন কৃষি খামারে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। আল কাসিম প্রদেশের কৃষি খামারে বাংলাদেশ থেকে প্রয়োজনে আরও কৃষি শ্রমিক নিয়োগ করতে পারেন।
জবাবে গভর্নর প্রিন্স ফয়সাল বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা আল কাসিমে এসে এখানকার কৃষি পণ্য উৎপাদন ও তার বাণিজ্যিকীকরণ নিয়ে সেখানকার চেম্বার অব কমার্সের সঙ্গে আলোচনা করতে পারেন। এ ক্ষেত্রে তার অফিসের সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।
রাষ্ট্রদূত আল কাসিমের বিভিন্ন মর্গে থাকা বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহায়তা চাইলে গভর্নর তাৎক্ষণিক তার অফিসকে সংশ্লিষ্ট কফিলদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সৌদির বাংলাদেশ দূতাবাস জানায়, আল কাসিম জেলে প্রায় ৩০ জন বাংলাদেশি বিভিন্ন অপরাধে বন্দী রয়েছেন। এই বন্দীদের মধ্যে যাদের অপরাধ গুরুতর নয়, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার অনুরোধ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
গভর্নর গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান। এছাড়া গভর্নর বাংলাদেশ সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। ভাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
এনআই/ওএফ