আসন্ন নির্বাচনে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাইকে ধারণ করে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করা হবে। এরই অনুপ্রেরণায় আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণকে এমপির ভোটের চেয়েও গণভোটকে গুরুত্ব দিয়ে ভোটদানে উৎসাহিত করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে কার্যকর করতে হবে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে নির্বাচনকে সুষ্ঠু করতে নিজেকে উৎসর্গ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “সরকারের প্রচারণার পাশাপাশি মানুষকে সচেতন করতে আমাদের গণভোটের লিফলেট বিতরণসহ নিয়মিত গণসংযোগ অব্যাহত রাখতে হবে। প্রতিকূল পরিবেশে জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, ঠিক তেমনিভাবে নির্বাচনে জনগণের শক্তিকে বিজয়ী করতে সকল জনশক্তিকে ময়দানে আরও পরিকল্পিত সময় ও শ্রম দিতে হবে।”
এমআর/এমটিআই