রাজধানীর ফুটপাত থেকে এইডস রোগীর মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজার থানার ফজলে রাব্বি হলের সামনের ফুটপাত থেকে মামুন (৫০) নামে এইচআইভি পজিটিভ রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বিকেল ৫টায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রেজ্জাকুল হায়দার ঢাকা পোস্টকে বলেন, এক লোক ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকার খবর পাই। পরে তার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
তিনি জানান, মামুন এইচআইভি পজিটিভ ছিলেন। তিনি বকশীবাজার এলাকায় এইচআইভি প্রিভেনশন প্রোজেক্টে চিকিৎসা নিতেন। মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। তার বাড়ী নারায়ণগঞ্জ জেলার চাষাড়া থানার।
এসএএ/ওএফ