প্রার্থিতা ফিরে পেলেন লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ানুল হক

লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সামা ডা. মো রেদওয়ানুল হক প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে সাংবাদিকদের আবু সামা ডা রেদওয়ানুল হক বলেন, আমি লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আমার এক শতাংশ ভোটারের মধ্যে ৬ জন ভোটার যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া যায় এবং চারজনেরটা পায়নি। আমার চারজন ভোটারকে ভয়-ভীতি দেখিয়ে না সূচকে সিগনেচার নিয়েছে। আজ বিজ্ঞ আইনজীবীরা ইলেকশন কমিশন আমার আপিল শুনানি করেছিল। সেখানে নির্বাচন কমিশনার আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। আমি নির্বাচন কমিশনারকে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করায় ধন্যবাদ জানাই।
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান জামিল চৌধুরী বলেন, লালমনিরহাট-১ সংসদীয় আসনে আবু সামা ডা মো. রেদওয়ানুল হকের মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। তিনি এখন লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হলেন।
এসএএ/এসএম