চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নয়ন (২০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাইপাস এলাকার ইন্দ্রপুল অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত ইমন চন্দনাইশ উপজেলার কনঞ্চননগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত নয়ন একই এলাকার মো. জসিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ি ফেরার পথে পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইমন মারা যান। গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাস শনাক্তে তদন্ত চলছে।
এমআর/এমএন