প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নতুন করে বাধা সৃষ্টির চেষ্টা কেন
বাংলাদেশ সচিবালয় কেবল প্রশাসনিক ভবন নয়; এটি রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। এখান থেকেই গ্রহণ করা হয় নীতি ও সিদ্ধান্ত, যা সরাসরি দেশের মানুষের জীবনকে প্রভাবিত করে। এসব সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের—রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে জবাবদিহি নিশ্চিত করাই যার অন্যতম কাজ। অথচ সেই গণমাধ্যমকর্মীদেরই সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ে মাঝেমধ্যেই একধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। সাংবাদিকদের কাজ সহজ করার বদলে ধাপে ধাপে জটিলতা বাড়ানো হচ্ছে।
আজকের পত্রিকা
প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬
‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার। যাচাই-বাছাইয়ে বৈধ হওয়া প্রার্থীদের ৪৪ শতাংশের বেশি ব্যবসায়ী।
ব্যবসায়ীদের পর পেশাজীবীদের মধ্যে বেশি প্রার্থী হওয়ার তালিকায় রয়েছেন শিক্ষকেরা। এর বাইরে আছেন আইনজীবী, কৃষিজীবী, চিকিৎসক, সাবেক সরকরি কর্মচারী ও পরামর্শক।
বিবিসি বাংলা
ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের।
ইরানের তিনটি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো সংঘাত-সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে।
দেশ রূপান্তর
জনপ্রিয়দের নামে গণপ্রতারণা
ফেসবুক, ইউটিউবে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘বিকল্প চিকিৎসা’ কিংবা ওষুধ-পথ্যের পরামর্শ দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন জাহাঙ্গীর কবীর, মঞ্জুরুল কবির, তাসনিম জারা বা জয়নাল আবেদীনের মতো চিকিৎসকরা। তারা নিজেরা দাবি করেন, তাদের বিক্রি করা পণ্যের মান ভালো, গ্রাহকরাও সেবা নিয়ে সন্তুষ্ট। ইতিমধ্যে দেশে এই ধরনের ‘চিকিৎসা সেবা’ ও ওষুধ-পথ্যের বাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিন দিন এর প্রসারও বাড়ছে। এই সুযোগে ওইসব ‘জনপ্রিয়’ চিকিৎসকদের পরামর্শমূলক ভিডিও কাটছাঁট করে তাদের ‘প্রেসক্রাইব’ করা ওষুধ ও সাপ্লিমেন্ট খাবারের (পথ্য) নকল বাজারে ছাড়ছে কয়েকটি চক্র। আর ওইসব চিকিৎসকদের নামে খোলা হয়েছে অসংখ্য ভুয়া আইডি, পেইজ চ্যানেল। হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছেন প্রতিদিন।
আজকের পত্রিকা
ভোটের আগেই ৩২ প্রকল্প অনুমোদনের উদ্যোগ
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
দেশ রূপান্তর
ভোটের আতঙ্ক চরমপন্থি সংগঠন
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ-র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো মাঠ চষে বেড়াচ্ছে। গতকাল থেকে এই মাত্রা আরও বাড়ানো হয়েছে। তবে গোয়েন্দাদের বড় আতঙ্ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাস চরমপন্থিদের নিয়ে। ভোটের আগে ও পরে তাদের বেপরোয়া কর্মকান্ড থাকবে বলে নিশ্চিত হয়েছে তারা। ইতিমধ্যে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে চরমপন্থিদের ঠেকানো না গেলে বাধাগ্রস্ত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
আজকের পত্রিকা
গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
হলফনামা থেকে জানা গেছে, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর পেশা ব্যবসা। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ২৪ লাখ ৪৭ হাজার টাকা দেখানো হলেও অন্যান্য উৎস (যার বর্ণনা নেই) থেকে আয় ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকা, যা তাঁর ব্যবসা থেকে আয়ের পাঁচ গুণেরও বেশি। তিনি কৃষি থেকে ৩ লাখ ৭১ হাজার, বাড়িভাড়া থেকে ৩৬ লাখ ৫৬ হাজার ও শেয়ার আমানত থেকে আয় দেখানো হয়েছে ১ লাখ ৪১ হাজার টাকার।
সমকাল
১০২ হতদরিদ্রের নামে ৯৬৩ কোটি টাকা ঋণ
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাজীর পাড়ার বাসিন্দা রাসেল আহমেদ। জরাজীর্ণ মাটির ঘর তাঁর। রক্তশূন্যতায় ভুগছেন। অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। অসহায় রাসেলকে সাহায্য দেওয়ার কথা বলে চার বছর আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেন এক ব্যক্তি। আজ অবধি কোনো সাহায্য পাননি তিনি। তবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রামের পাহাড়তলী শাখায় তাঁর নামে ৯ কোটি ২৭ লাখ টাকার ঋণ সৃষ্টি হয়েছে।
বণিক বার্তা
গভীর জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে দেশ
বিদ্যুৎ কেন্দ্র, সার, শিল্প-কারখানায় গ্যাসের সরবরাহ স্বল্পতা শুরু হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। দেশে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগ না করে আমদানির মাধ্যমে সরবরাহ ঠিক রাখার নীতি অনুসরণ করা হয় সে সময়ে। কিন্তু অর্থ সংকট এবং আমদানির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে গিয়ে দফায় দফায় জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়। কিন্তু এসব উদ্যোগ ক্রমেই ভয়াবহ উদ্বেগে রূপ নিচ্ছে, এমনকি আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার ঢেউ এসে চাপ বাড়াচ্ছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায়। একদিকে যেমন জ্বালানি সংগ্রহে রাজস্ব আয় থেকে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করতে হচ্ছে, অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি করছে। এরই মধ্যে দেশে এলপিজি সংকট তৈরি হয়েছে। এলএনজি সরবরাহ চেইনে যদি কোনো কারণে বিঘ্ন হয়, তা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক তৎপরতাকে বড় রকমের বিপদে ফেলতে পারে।
সমকাল
সরকারের মোট ব্যাংক ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল
চলতি অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার চেয়ে সরকার বেশি পরিশোধ করেছিল ৫০৩ কোটি টাকা। তবে গত দুই মাস ঋণ দ্রুত বাড়ছে। চলতি অর্থবছরের শুরু থেকে গত ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকার প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি প্রথমবারের মতো ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
বণিক বার্তা
ঘটা করে উদ্বোধনের সাড়ে ৭ মাসেও উদ্যোক্তারা পাননি ইন্টারনেট সংযোগ
গত বছরের মে মাসে রাজধানীর ছয় এলাকায় ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ দেয়ার উদ্যোগ শুরু করে সরকার। হয়রানি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য। কেন্দ্রগুলো পরিচালনার জন্য একদল উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তী সময়ে তাদের রাজধানীর ছয়টি নাগরিক সেবা কেন্দ্রে বসার অনুমতি দেয়া হয়। বর্তমানে ছয়টি কেন্দ্রে ১২ জন উদ্যোক্তা কাজ করছেন। বেশ ঘটা করে উদ্বোধনের সাড়ে সাত মাস পরও কেন্দ্রগুলোয় ইন্টারনেট সংযোগই নিশ্চিত করতে পারেনি সরকার।
সমকাল
বাদুড়ের ছড়ানো রিওভাইরাসে মস্তিষ্কে প্রদাহ ও শ্বাসকষ্ট
দেশে বাদুড়ের মাধ্যমে ছড়ানো আরেকটি নতুন ভাইরাস শনাক্ত হয়েছে। এটির নাম রিওভাইরাস (অর্থোরিওভাইরাস)। এতে আক্রান্ত হলে মানুষের তীব্র শ্বাসকষ্ট ও মস্তিষ্কে প্রদাহজনিত জটিলতা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের সঙ্গে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
যুগান্তর
অবশেষে পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিত
নানা নাটকীয়তার পর পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে চিঠি ইস্যু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুই আসনের রিটার্নিং কর্মকর্তা পাবনার ডিসির কাছে শনিবার এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ইসি। চিঠিতে নির্বাচন স্থগিতের তারিখ ৬ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। এর আগে শুক্রবার নির্বাচন স্থগিতসংক্রান্ত গণমাধ্যমের সংবাদ ‘অসত্য’ দাবি করে প্রচার বন্ধের অনুরোধ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করেছিল ইসি। অবশ্য শনিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ দুটি আসনের নির্বাচন স্থগিতের কথা স্বীকার করেছেন। ফলে বাকি ২৯৮টি সংসদীয় আসনের নির্বাচনি কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পাবনা-১ ও পাবনা-২ আসনের রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা সাংবাদিকদের বলেন, নির্বাচন স্থগিত করে ইসির দেওয়া চিঠি শনিবার পেয়েছি। আপিল বিভাগে ৫ জানুয়ারি যে আদেশ হয়েছে, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত করেছে। আমরা স্থগিতসংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে দেব। এদিকে এই সিদ্ধান্তে আসন দুটির প্রার্থী ও ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
কালের কণ্ঠ
পেশাদার ‘শ্যুটার’রা তৎপর
সম্প্রতি শীর্ষ সন্ত্রাসীদের ছত্রচ্ছায়ায় পেশাদার ‘শ্যুটারদের’ একের পর এক খুনের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তরের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর এ ব্যাপারে একাধিক জরুরি বৈঠক করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
যুগান্তর
ঝুঁকিতে ৩ লাখ কোটি টাকার বিনিয়োগ
সরকারের ভুল নীতি ও ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে দেশের টেক্সটাইল শিল্প। এমনকি বিগত আওয়ামী লীগ আমলের ‘কালো নীতি’ও বহাল রয়েছে। এ কারণে দেশি-বিদেশি সুদূরপ্রসারী চক্রান্তে পড়ে ব্যাপক সম্ভাবনার জানান দেওয়া দেশীয় টেক্সটাইল এখন একরকম কোমায় চলে যাচ্ছে। ফলে এ খাতের ৩ লাখ কোটি টাকার বিনিয়োগ বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ ২ লাখ কোটি টাকা। নানা কারণে বাজার প্রতিযোগিতায় টিকতে না পেরে ইতোমধ্যে ৫০টির বেশি স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে। আর যেগুলো টিকে আছে, সেগুলোর উৎপাদনও চলছে ঢিমেতালে।
প্রথম আলো
নির্বাচনে ‘ডিপফেক’, ‘চিপফেক’ আতঙ্ক, ১০ কৌশল বেশি ব্যবহার হচ্ছে
বাংলাদেশে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে, তা নিশ্চিত ছিল। নির্বাচনটি পরিচিত ‘ডামি ভোট’ নামে।
সেই নির্বাচনে ভোট গ্রহণের দিন সকালের দিকে গাইবান্ধা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ নাহিদ নিগারের একটি ভুয়া বা ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে দেখা যায়, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যা অনেক ভোটারকে বিভ্রান্ত করে।
কালবেলা
৬৪ জেলায় বন্ধের পথে প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন
চলতি মাসের শুরু থেকে হওয়া প্রকট গ্যাস সংকট শিগগির কাটছে না। বরং দিন দিন চাহিদা বাড়ায় এই সংকট সামনে আরও প্রকট হবে। সরবরাহ কমে যাওয়ার ও কারিগরি ত্রুটির জন্য পাইপলাইনের গ্যাসের চাপ কমে গেছে। পাশাপাশি এলপিজির সরবরাহ কমে যাওয়ার কারণে বাজারে নৈরাজ্য তৈরি হয়েছে। দ্বিগুণ দামে কিনতে হচ্ছে গ্রাহকদের। বারবার চেষ্টা করেও এলপিজির বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। বাসাবাড়ির পাশাপাশি এলপিজির সংকট পরিবহন খাতেও পড়েছে। অনেক বাসারই সবাই হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। পরিবহন খাতের এলপিজি সংকট নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
