দ্বৈত নাগরিকত্ব
শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বিবেচনাধীন

দ্বৈত নাগরিকত্বে নেই, এমন প্রমাণ সরাসরি দেখাতে না পারায় শেরপুর-২ আসনে (নকলা–নালিতাবাড়ী) বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন বিবেচনাধীন রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়। তাকে এটি প্রমাণ করতে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আপিল শুনানিতে ফাহিম চৌধুরী বলেন, গত ২৬ ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেন। পরে তিনি একটি ফিরতি মেইল পান। যেখানে বলা হয়েছে, উই হ্যাব প্রসেসড।
কিন্তু ইসি এটি মানতে নারাজ। ইসি জানিয়েছে, নাগরিকত্ব বাতিল হয়েছে এমন একটি সার্টিফিকেট লাগবে। এরজন্য ফাহিম চৌধুরীকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলো।
এমএইচএন/জেডএস