মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে গুলি নিয়ে উদ্বেগ

মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাকে তলব করে সীমান্তে গুলিবর্ষণ এবং তাতে বাংলাদেশে হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলি এসে বাংলাদেশি এক শিশু আহতের ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, বাংলাদেশের দিকে বিনা উস্কানিতে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশীর সঙ্গে এ ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য প্রতিবন্ধক।
ভবিষ্যতে এ ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলি বন্ধ করতে মিয়ানমারকে সম্পূর্ণ দায়িত্ব ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ। মিয়ানমার কর্তৃপক্ষ এবং মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যাই ঘটুক না কেন, তা যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকাকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে বলেছে ঢাকা।
মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে, তার সরকার এ ধরনের ঘটনা বন্ধে ব্যবস্থা নেবে। আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
এনআই/জেডএস