বিসিএসআইআর ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান দুই দেশ ও প্রতিষ্ঠানের প্রচলিত আইন, বিধি-বিধান ও জাতীয় নীতিমালার আলোকে গবেষণা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর আওতায় জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত বিভিন্ন গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও বিজ্ঞানীসহ গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান, গবেষণা প্রকল্পে যৌথ অংশগ্রহণ, পরামর্শসেবা প্রদান এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রোগ্রাম উন্নয়নে একসঙ্গে কাজ করা হবে।
বিসিএসআইআর-এর পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় বিসিএসআইআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ পাঁচ বছর। দুই পক্ষের লিখিত সম্মতির মাধ্যমে ভবিষ্যতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এসএইচআর/এমজে