বাংলাদেশ খুবই ভালো করছে : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ ভালো করছে, তবে রাজনৈতিক কারণে মাঝে মাঝে কিছুটা অস্থিরতা বা বাধা-বিপত্তি আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইরান ও নেপালের সাম্প্রতিক কিছু নেতিবাচক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ওরা কোন প্রেক্ষাপটে (কনটেক্সট) এ কথা বলেছে তা আমার জানা নেই। তবে বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে এসডিজি অর্জনে আমাদের অগ্রগতি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অত্যন্ত ইতিবাচক। জাতিসংঘ বলছে, তারা বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছে; বাংলাদেশ ইতিবাচক সাড়া দিলে অন্য দেশগুলোও সহমত পোষণ করবে।
অন্য দেশ কে কী বলেছে, তা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের সম্ভাবনা ও অর্জন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সাময়িক কিছু রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ ভালো করছে (ইজ ডুইং কোয়াইট গুড)। তবে রাজনৈতিক কারণে হয়তো মাঝে মধ্যে কিছু বাধা (স্ন্যাক) আসতে পারে। আসলে কোনো কিছুই একেবারে সরলরেখায় চলে না, এমনকি দেশের উন্নতিও সবসময় সরলরেখায় হয় না।
উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, মুদ্রাস্ফীতি শুধু চাহিদা ও জোগানের (সাপ্লাই-ডিমান্ড) ওপর নির্ভর করে না। শুধু পলিসি রেট বাড়িয়ে দিলেই সমাধান হয় না। বাজারের গতিপ্রকৃতি (ডাইনামিকস) অর্থনীতির গণ্ডির বাইরেও বিস্তৃত। এর পেছনে আর্থিক ব্যবস্থাপনা, মানুষের সহযোগিতা এবং সবচেয়ে বড় বিষয় হলো সুশাসন বা গভর্নেন্স জড়িত।
তিনি আরও স্পষ্ট করে বলেন, রাজনৈতিক সুশাসন যদি না থাকে, তবে শুধু অর্থনীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কেবল ম্যাজিস্ট্রেট বা পরিদর্শক পাঠিয়ে কাজ হয় না; পৃথিবীর কোনো দেশেই এভাবে বাজার স্থিতিশীল করা সম্ভব হয়নি।
নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বডি ওন ক্যামেরা কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় তহবিল রয়েছে এবং সেখান থেকেই এই সরঞ্জামগুলো কেনা হবে।
এমএম/এমজে