আচরণবিধি লঙ্ঘন করে ইসির সামনেই ভোট চাইলেন মামুনুল হক

নির্বাচন কমিশনের (ইসি) সামনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি অনুসারীদের নিয়ে ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। মূল ভবনের পুলিশি ব্যারিকেডের সামনে এই প্রচারণা চালান মামুনুল হক।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশনের সামনে দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চান তিনি। এ সময় সামনে যাকে পেয়েছেন, তার সঙ্গে হাত মেলানোসহ দোয়া ও ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে। একই সঙ্গে তিনি নিজ হাতে সবার মধ্যে লিফলেটও বিতরণ করেন। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ থাকলেও, নির্বাচন কমিশনের সামনে এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালান মামুনুল হক।
ঢাকা-১৩ আসনের রিটার্নিং অফিসার ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তবে, তারা সীমিত পরিসরে গণসংযোগ করতে পারবেন। কিন্তু গণসংযোগকালে কোনো ধরনের লিফলেট বিতরণ করা যাবে না; যদি কেউ লিফলেট বিতরণ করেন, তবে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠপর্যায়ে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে প্রয়োজনে ইনকোয়ারি কমিটি বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
নির্বাচন কমিশনের সামনে মামুনুল হকের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও নজরে আসেনি।
উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন।
এসআর/এমজে