গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে রাত ১০টা ৪৫ মিনিটে আমাদের হাসপাতালে আনা হয়েছে। অবস্থা দেখে বেশ সংকটাপন্ন মনে হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হবে। বাকিটা পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে।
হাসপাতাল সূত্র জানায়, পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হুজাইফাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। তার জন্য আগেই পোস্ট-অপারেটিভ রুমে একটি সিট সংরক্ষণ করে রাখা হয়েছিল। শিশুটির সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।
এর আগে, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে সহিংস পরিস্থিতির মধ্যে গুলিবিদ্ধ হয়ে হুজাইফা গুরুতর আহত হয়। ঘটনার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে আসছেন চিকিৎসকরা।
টিআই/এএমকে