কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এমন কিছু করব না

প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাবের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা অবশ্যই এমন কিছু করব না, যাতে করে কোনো একটি পক্ষের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। আমরা এটা ব্যালেন্স বজায় রেখেই করব।
বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, আমাদের সামরিক বাহিনীসমূহের সক্ষমতা বাড়াতে হবে। এয়ারফোর্সের কথা ধরুন-আমাদের এয়ারক্রাফটগুলো অনেক পুরোনো, অনেকগুলো সার্ভিসেভল অবস্থায়ও নাই। কাজেই আমাদের মিনিমাম কিছু ক্রয় করতে হবে। কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা আনা হবে এগুলো নিয়ে আসলে অনেক আলাপ-আলোচনা হয়।
তিনি বলেন, আমরা অবশ্যই এমন কিছু করব না-যাতে করে কোনো একটি পক্ষের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। আমরা এটা ব্যালেন্স বজায় রেখেই করব।
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগে গত ৬ জানুয়ারি এ সংক্রান্ত প্রকল্পের প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এ ধরনের প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর প্রধান উপদেষ্টা অনুমোদন দেন।
জোট গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেড় বছরের মধ্যে বাংলাদেশ কোনো জোটে ঢুকে নাই। বিভিন্ন গ্রুপিং নিয়ে কিন্তু আলাপ-আলোচনা চলতে থাকবে। আমরা যদি দেখি গ্রুপ সৃষ্টিতে আমাদের স্বার্থ আছে এবং তাতে যুক্ত হলে আমাদের স্বার্থ রক্ষিত হবে তাহলে অবশ্যই যাব, না হলে তো যাবার প্রশ্নই উঠে না।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর দেশটির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ নিয়ে তৌহিদ হোসেন বলেন, এখানে পররাষ্ট্র মন্ত্রণারয়ের কাজ হচ্ছে- মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা কি করছেন…এই ব্যাপারে একদিনের মধ্যে আমার কাছে তথ্য নেই। নিরাপত্তা উপদেষ্টা এ ব্যাপারে বলতে পারবেন।
আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অনেক সময় লাগবে জানিয়ে তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় লাগবে। আমাদের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়ে এগোতে হবে, যাতে করে আমরা সমস্যার সমাধান করতে পারি। সেটার চেষ্টা চলছে।
ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা চালুর বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আমরা একটা বিশেষ পরিস্থিতির কারণে এটা বন্ধ রেখেছি। আমাদের তো সিকিউরিটি দেখতে হবে মিশনের।
বাংলাদেশে এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। কাম্য নয়, এমন অনেকে এসে হাজির হয়ে যেতে পারে। এজন্য আমরা ভিসা বন্ধ করছি না; কেউ যদি আসতে চান, ভিসা নিয়ে আসুন। যাদের উদ্দেশ্যে ঠিক থাকবে তাদের আমরা আসতে দেব, হুট করে কেউ যেন হাজির হয়ে না যায়।
এনআই/এমএসএ