ডিসেম্বরে ডিএমপির সেরা তেজগাঁও বিভাগ, শ্রেষ্ঠ থানা চকবাজার

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। গত ডিসেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও এবং শ্রেষ্ঠ থানা হয়েছে চকবাজার।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ (বুধবার) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনায় সহকারী পুলিশ কমিশনারদের (এসি) মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর জোনের মো. আবদুল্লাহ আল মামুন। এসআই পর্যায়ে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন শেরেবাংলা নগর থানার মো. আব্দুল রাজ্জাক ও যাত্রাবাড়ী থানার মহিউদ্দিন জুয়েল। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন– যাত্রাবাড়ী থানার মো. আক্তারুজ্জামান পলাশ ও মুগদা থানার মো. আক্তারুল ইসলাম।
গোয়েন্দা (ডিবি) বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। একই সঙ্গে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব। এ ছাড়া ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গুলশান বিভাগ এবং শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন এস এম আব্দুল আজিজ ও আঞ্জুম আল হাসিব।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএএ/বিআরইউ