নগর এলাকায় সমস্যা সমাধানে তেমন কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেছেন, বিগত বছরে অন্তর্বর্তী সরকার পরিকল্পনা, ইমারত নির্মাণ ও নগরায়ন সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও বিধিমালা তৈরি করেছে। কিন্তু নগর এলাকায় নাগরিকদের সমস্যা সমাধানে তেমন কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের অনলাইনে আয়োজিত পরিকল্পনা ও উন্নয়ন বিশ্লেষণী এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আদিল মুহাম্মদ খান বলেন, মাঠ-পার্কের দখলদারিত্ব আগের মতোই রয়ে গেছে। নগর এলাকায় অনেক মাঠেই জনগণের প্রবেশ নিয়ন্ত্রিত। ময়মনসিংহ, বরিশাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে, যা আমলাতান্ত্রিক নির্ভরতা বাড়াবে। বিপরীতে নগর সরকার গঠনের ব্যাপারে নীরব থেকেছে।
তিনি বলেন, পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে ব্যক্তিগত গাড়িনির্ভর এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক বাতিলে নাগরিক আন্দোলনে কর্ণপাত করেনি। অথচ গণপরিবহনভিত্তিক গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্প বাতিল করেছে। বেশ কয়েকটি অধ্যাদেশ প্রণয়ন করলেও খাল দখল ও বেআইনি ভবন নির্মাণ সংক্রান্ত অপরাধে মাত্র দুই বছরের জেলদণ্ডের বিধান রেখেছে, অথচ আগের আইনে শাস্তি আরও বেশি ছিল। দুর্বল শাস্তির বিধান অপরাধ দমন করতে ব্যর্থ হবে।
আয়োজক সংগঠন আইপিডির পক্ষ থেকে বলা হয়, নাগরিক আন্দোলনের ব্যাপারে সরকার ছিল নির্লিপ্ত। নগর ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো হয়েছে। নগর ব্যবস্থাপনায় মনোযোগের ঘাটতি ছিল। নগর সংস্থাগুলোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি। নগর এলাকায় রাজনৈতিক দুর্বৃত্ত পরায়ণতার ব্যাপারে সরকার ছিল উদাসীন।
এএসএস/এসএসএইচ