ইয়াবাসহ পিবিআইয়ের এসআই গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৭ জুন) বিকেলে থানার ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানায় তাকে হস্তান্তর করা হয়।
সোমবার (২৮ জুন) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদ রানাকে ইয়াবাসহ গ্রেফতার করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পেয়েছি। দরকার হলে তাকে রিমান্ডে নেওয়া হবে। মাসুদ ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন বলেও জানান এই কর্মকর্তা।
কেএম/এমএইচএস