সহিংসতামুক্ত নির্বাচন ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

নির্বাচনকালীন সহিংসতা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে রাষ্ট্র, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ বলেন, নির্বাচন একটি সাংবিধানিক অধিকার ও গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনকালীন সহিংসতা ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাই সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি বলেন, নির্বাচনকালীন সহিংসতা শুধু রাজনৈতিক সংকট নয়, এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্যে নির্বাহী পরিচালক সামসুদ্দোহা পিন্টু বলেন, নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দিতে এ সংগঠন আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, আমেরিকান বার ও ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন, স্পেশালিস্ট ইএনটি ও হেড-নেক সার্জন ডা. এম. আরিফ মোর্শেদ খান প্রমুখ।
ওএফএ/জেডএস