মায়ের কলে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে এক বৃদ্ধা মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে তার মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার সাত্তার বলেন, রোববার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা থেকে একজন বৃদ্ধা কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল করে জানান, তার নেশাগ্রস্ত ছেলে প্রায়ই তাকে নেশার টাকার জন্য মারধর করে ২-৩ হাজার টাকা নিয়ে যায়। গতরাত থেকে সে টাকা চাচ্ছিল কিন্তু টাকা দিতে না পারায় এখন তার ছেলে তাকে মারধর করছে। এমনকি তার বড় পুত্রবধূ তাকে রক্ষা করতে এলে তাকেও মারধর করেছে। এখন তারা অসহায় দুই নারী জীবননাশের ঝুঁকিতে আছেন।
তিনি বলেন, কলার তাকে রক্ষা এবং আইনি সহায়তার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সৌরভ চন্দ্র দাশ এবং আইনি ব্যবস্থার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে তদারকি ও সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই রাজু মিয়া। তাৎক্ষণিকভাবে বিষয়টি চান্দগাঁও থানায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়।
৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চান্দগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জয় দে (২৭)-কে গ্রেপ্তার করে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসি/এসএসএইচ