যেসব দেশের শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করে সুইডিশ দূতাবাস

ঢাকার সুইডেন দূতাবাস শুধুমাত্র ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার সুইডেন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় জানানো হয়, মনে রাখতে হবে সুইডেন দূতাবাস এই কয়টি দেশের বাহিরে অন্য কোনো দেশের হয়ে বসবাসের অনুমতি বা জাতীয় ভিসা সংক্রান্ত কোনো ইস্যুতে প্রতিনিধিত্ব করে না।
এ সংক্রান্ত বিষয়ে আবেদনকারীদের অবশ্যই সরাসরি সংশ্লিষ্ট দূতাবাস বা মাইগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এনআই/জেডএস