বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের নতুন ডিজি মো. তৌফিক আল মাহমুদ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) হয়েছেন ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌফিক আল মাহমুদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একইসঙ্গে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন মো. আসাদুজ্জামানকে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ' শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এসএইচআর/জেডএস