লিবিয়ায় পোস্টাল ব্যালট পৌঁছানো শুরু হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রেরিত পোস্টাল ব্যালট লিবিয়ায় পৌঁছানো শুরু হয়েছে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ সোমবার (১৯ জানুয়ারি) লিবিয়া পোস্টের সংশ্লিষ্ট বিভাগের পরিচালকের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেন।
বৈঠকে নিবন্ধিত প্রবাসী ভোটারদের নিকট দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট বিতরণ এবং ভোট প্রদান শেষে ফেরত খাম যথাসময়ে বাংলাদেশে প্রেরণের বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। আশা করা যাচ্ছে, শিগগিরই লিবিয়ায় অবস্থানরত সব নিবন্ধিত ভোটার তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করতে সক্ষম হবেন।
ত্রিপলি থেকে নিবন্ধিত এবং দূতাবাসের পি.ও. বক্স ব্যবহারকারী প্রবাসী ভোটাররা সরাসরি দূতাবাস থেকে তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া বেনগাজী, মিসরাতা ও অন্যান্য দূরবর্তী শহর থেকে নিবন্ধিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সংগ্রহের সংশ্লিষ্ট অফিসের ঠিকানা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশন আগামী ২১ জানুয়ারি সংশ্লিষ্ট সংসদীয় আসনগুলোতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করবে। প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালটপ্রাপ্ত প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপে লগইন করে নিজ নিজ সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক দেখে ভোট দিতে পারবেন।
দূতাবাস বলছে, ভোট প্রদান শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত খাম বাংলাদেশে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে সব ভোটারকে দ্রুততম সময়ে নির্ধারিত পোস্ট অফিসে ফেরত খাম জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সার্বিক সুবিধা বিবেচনায় ত্রিপলি থেকে নিবন্ধিত প্রবাসী ভোটারদের জন্য ফেরত খাম জমা প্রদান সহজ করতে লিবিয়া পোস্ট বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে একটি বিশেষ পোস্ট বক্স স্থাপনে সম্মতি দিয়েছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালটের ফেরত খাম সরাসরি দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত লিবিয়া পোস্টের বক্সে জমা দিতে পারবেন।
পরবর্তী সময়ে লিবিয়া পোস্ট এসব খাম সংগ্রহ করে দ্রুততম সময়ে বাংলাদেশে প্রেরণ করবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও হালনাগাদ তথ্য পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে।
এনআই/এমজে