মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ বাংলাদেশি ফিরছেন সন্ধ্যায়

মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যায় তাদের ঢাকার পৌঁছানোর কথা।
দেশে ফেরত আসা কর্মীদের মধ্যে রয়েছেন- মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।
স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক।
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ১৮ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়।
এনআই/জেডএস