দুদকের এএসআই হাসান কবির মারা গেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং শাখার এএসআই মো. হাসান কবির খান মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে হৃদযন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় মারা যান তিনি। দুদক পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
মো. হাসান কবির খানের জন্মস্থান টাঙ্গাইল। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন।
দুদক সূত্রে জানা যায়, মো. হাসান কবির খান ১৯৯৩ সালে কনস্টেবল পদে দুদকে যোগদান করেছিলেন। পরে পদোন্নতি পেয়ে উপ-সহকারী পরিদর্শক হন।
তার মৃত্যুতে দুদকের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।
আরএম/