মুগদায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীর মুগদার আনন্দনগর এলাকার একটি বাসা থেকে মো. জহিরুল ইসলাম সাজিদ(২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, সাজিদ আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত জহিরুল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আব্দুল জলিলের সন্তান। বর্তমানে আনন্দনগর ব্রিজ এলাকার জাহানারা বেগমের ৪৬/ই নম্বর বাসার ভাড়াটিয়া।
মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আবু তারেক দিপু জানান, খবর পেয়ে আজ রাতের দিকে মুগদার আনন্দনগর ব্রিজ এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি যে দিবাগত রাতে খাবার খেয়ে সবাই শুয়ে পড়েন। সাজিদও তার নিজ রুমে চলে যায়। রাতের কোনো এক সময় সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে স্বজনরা ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/এমজে