চট্টগ্রামে ট্রাকচাপায় পথচারী শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রাকচাপায় মো. মোস্তাকিন (১০) নামের এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পটিয়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। নিহত মোস্তাকিন সাতকানিয়া উপজেলার মো. জুবায়ের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, কক্সবাজার ছেড়ে আসা একটি ট্রাক পটিয়া মডেল মসজিদ এলাকায় পৌঁছলে এক পথচারী শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, ট্রাকচাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এমআর/এমএন