বিগত তিনটি নির্বাচন মোটেই গ্রহণযোগ্য ছিল না : সিপিডি ফেলো রওনক জাহান

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. রওনক জাহান। তিনি বলেছেন, দেশের মানুষ নির্বাচন চায়। আসন্ন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নাই। জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। বিগত তিনটি নির্বাচন মোটেই গ্রহণযোগ্য ছিল না।
তিনি আরও বলেন, যেহেতু এবারের নির্বাচনে একটি বড় দল অংশগ্রহণ করতে পারছে না। তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে’ শীর্ষক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।
রওনক জাহান বলেন, আমাদের নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলগুলো এমন সুযোগ দেবে না যাতে অন্য কেউ আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। নির্বাচনে হারজিত থাকবেই। অথচ আমাদের বড় সমস্যা হলো, কোনো দলই নির্বাচনে হারতে চায় না। বর্তমানে সামাজিক পরিবেশ কিছুটা অসহিষ্ণু, যা নির্বাচনের জন্য প্রতিকূল। আসন্ন নির্বাচনে সহিংসতার ভয় আছে। তবে সহিংসতা পরিহারে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্বপ্রস্তুতি নিতে হবে। পাশাপাশি অধিকার আদায়ে নাগরিকদের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন হবে না। এবারের নির্বাচন হতে হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের সরকার প্রতিষ্ঠার নির্বাচন। রাষ্ট্রের মালিকানা বুঝে পাওয়ার নির্বাচন। রাজনীতিতে মতপার্থক্য থাকবে। প্রতিযোগিতা থাকবে। কিন্তু তা হতে হবে যুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ।
তিনি বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত কোরোভাবেই কাম্য নয়। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষ রাজনৈতিক অনিশ্চয়তা উসকে দিচ্ছে। এতে নির্বাচন বানচাল করতে তৎপর দেশি-বিদেশি শক্তি সক্রিয় হওয়ার সুযোগ পাবে। নির্বাচনের প্রচার প্রচারণায় উৎফুল্লতা যাতে বিষাদে পরিণত না হয় তার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের সতর্ক থাকতে হবে।
ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি'র বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, রোকেয়া পারভীন জুই, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এমএইচএন/এমএন