শ্রম আপিল ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা ও আর্থিক সুবিধা দিয়ে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ ফেব্রুয়ারি মারা গেছেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই। এরপর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এই ট্রাইব্যুনালের সদস্য মোসাম্মাৎ জাকিয়া পারভীন। গত ১৭ জুন জাকিয়াকে বদলি করা হয়।
এসএইচআর/জেডএস