গোলাপবাগে ডিএসসিসির ওয়াশ স্থাপনা উদ্বোধন

নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীর গোলাপবাগে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত ‘ওয়াশ স্থাপনা’ চালু করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এই স্থাপনাটির উদ্বোধন ও হস্তান্তর করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াটারএইড বাংলাদেশ, সুইডেন দূতাবাস এবং সাজিদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ওয়াশ স্থাপনা নগর পরিচ্ছন্নতা কর্মীদের উন্নত স্বাস্থ্য ও কর্মপরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/বিআরইউ