কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে ছিলেন দুই চালক, ৯৯৯ এ কলে উদ্ধার

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে ট্রাক ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া যানের ভেতরেই আটকা পড়েন দুই চালক। তাদের বাঁচার আকুতি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মোবাইল ফোন করেন এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে আহত দুই চালক ও তাদের সহকারীদের উদ্ধার করে।
রোববার (২৫ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সকাল ৮টায় কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের ত্রিমোহিনী বাইপাস থেকে কামরুল হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী ৯৯৯ নম্বরে ফোন করেন।
তিনি জানান, সেখানে একটি ট্রাক এবং মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং উভয় গাড়ির চালক ভেতরে আটকে আছেন। এ ছাড়া উভয় গাড়ির চালকের সহকারীরাও গুরুতর আহত হয়েছেন। কলার দ্রুত তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
আনোয়ার সাত্তার আরও বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশন এবং কুষ্টিয়া সদর থানাকে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল তামিম আহমেদ এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে তদারকি ও সমন্বয় করছিলেন ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।
সংবাদ পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস এবং সদর থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় আটকে পড়া চালকদের উদ্ধার করে। পরে আহত উভয় চালক ও তাদের সহকারীদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
এমএসি/বিআরইউ